চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ৫ ভারতীয় অনুপ্রবেশকারী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ আগস্ট ১৮, ০২:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিনটি গরু, দুটি নৌকা ও দেশীয় অস্ত্রসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। 

শনিবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে  শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ধারে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ ব্যাটলিয়ন। তথ্যটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান। 

বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটককৃত ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে সীমান্তে টহলরত রঘুনাথপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

এ সময় দুটি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। এসময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু ও হাঁসুয়া উদ্বার করা হয়। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework